• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডিমলায় ৩ ইউপিতে ভোট ১৭ জুলাই

প্রকাশিত: ১ জুন ২০২৩  

আগামী ১৭ জুলাই নীলফামারীর ডিমলা উপজেলায় তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

উপজেলার ৫ নম্বর গয়াবাড়ী ইউনিয়ন, ৯ নম্বর টেপা খড়িবাড়ী ইউনিয়ন ও ৪ নম্বর খগা খড়িবাড়ী ইউনিয়নের নাম তালিকায় প্রকাশ করে ইসি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ইউনিয়ন পরিষদগুলোতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫৭টি ইউপির মধ্যে ২৯টিতে সাধারণ নির্বাচন হবে। উপ-নির্বাচন হবে অন্য ২৮টিতে। এই ২৮টির মধ্যে ৮টিতে চেয়ারম্যান ও ২০টিতে সদস্য পদে ভোটগ্রহণ হবে।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –