• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসার সময় ৯০ যাত্রী আটক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসার সময় ১০টি গাড়িসহ ৯০ যাত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ১টি বাস, ১টি অ্যাম্বুলেন্স, ৪টি মাইক্রোবাস, ১টি পিকআপ ভ্যান ও ৩টি প্রাইভেট কার আটক করা হয়।

পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন ১০ জন গাড়ি চালককে ৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেইসঙ্গে ঢাকা থেকে আসা ৯০ জনকে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন জানান, এই ৯০ যাত্রী ঢাকা থেকে অবৈধভাবে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিল। তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে কেউ ঢাকা থেকে আসলে একই ব্যবস্থা নেয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –