• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

তরুণ সমাজকে সুশিক্ষিত করতে সরকার বদ্ধ পরিকর- গোপাল

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর, জিয়া-এরশাদ-খালেদা এ দেশের শিক্ষা ব্যাবস্থাকে নষ্ট করে দেয়। দীর্ঘদিন পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। নতুন ভবন পাচ্ছে। শিক্ষা ছাড়া জাতি কোন দিন উপরের দিকে ধাবিত হতে পারে না। যেখানে শিক্ষার আলো নেই দেশের কোনো দিন উন্নয়নকরা সম্ভব নয়।

শনিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার বেড়াগাও বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনকালে এমপি গোপাল বক্তব্যে এসব কথা বলেন। 

রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভ‚পেন্দ্র চন্দ্র রায় এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আতাউর রহমান আজাদ বাবুল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, জয়নন্দ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী  মো. গুলজার হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি রাজেন্দ্র দেব নাথ, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয়  কুমার মিত্র।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –