• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

তেঁতুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে মামা-ভাগনে গ্রেফতার

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় ইজিবাইকে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার শাহ আলম (৩৭) এবং তার ভাগনে (১৭)।

গ্রেফতারের সময় তাদের স্বজনরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় দুটি মামলা হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে মামাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ভাগনেকে কিশোর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ভজনপুর বাজারে ঈদকে কেন্দ্র করে সড়কে চলাচলকারী বিভিন্ন ইজিবাইকে শাহ আলম এবং তার ভাগনে চাঁদাবাজি করছিল। শাহ আলম পেশায় একজন শ্রমিক। খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ তাদের আটক করে। এসময় পরিবারের লোকজন তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। পরে পুলিশ লাঠিচার্জ করলে তারা সরে যায়। রাতেই চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা করে পুলিশ। মামলায় গ্রেফতার দুজনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহেরুল ইসলাম বলেন, ইজিবাইকে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা করে এবং গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যজনকে কিশোর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –