• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও মাহবুব

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন আহমেদ মাহবুব-উল- ইসলাম।

তিনি খানসামা উপজেলার ইউএনও। ২১টি ক্যাটাগরির ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়।

বুধবার দিনাজপুরের ডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করা হয়।

ইউএনও হিসেবে তিনি ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি খানসামায় যোগদান করেন। তার যোগদানের পর থেকেই মেধা, যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমাণ দিয়ে তিনি জয় করে নিয়েছেন উপজেলাবাসীর মন এবং প্রাথমিক শিক্ষায় রেখেছেন অসামান্য অবদান।

১৩টি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলায় তার কৃতিত্বের অবদান এবং সম্মানে খানসামা উপজেলাবাসী গর্বিত। 

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, যেকোনো অর্জনই আনন্দের তবে স্বীকৃতি দায়বদ্ধতা বৃদ্ধি করে। তিনি সবার দোয়া, পরামর্শ, প্রেরণা, উৎসাহ উদ্দীপনায় শিক্ষার মানোন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম নাটোর সদর উপজেলার পাটুয়া পাড়া মহল্লার মো.নাজিম উদ্দীনের ছেলে। তিনি ৩০তম বিসিএসের (প্রশাসন) মাধ্যমে ২০১২ সালের জুন মাসে তার কর্মজীবন শুরু করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –