• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বসুন্ধরা গ্রুপের

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বুধবার জেলার চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ ও হাকিমপুরের বিভিন্ন জায়গায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়।

এ নিয়ে দিনাজপুরে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল পাওয়া কয়েকজন অনুভূতি প্রকাশ করে বলেন, দিনাজপুরে ঠাণ্ডা অনেক। আর বয়স্কদের ঠাণ্ডা আরো বেশি। এই শীতে যে কম্বলটা পেলাম, তা দিয়ে শীত কাটানো যাবে। প্রচণ্ড এই শীতে কম্বল পেয়ে খুশি তারা।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. আবীর খান, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাচান, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ওমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান ডিফেন্স ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন।

আরও উপস্থিত ছিলেন শুভ সংঘের দিনাজপুর জেলা সভাপতি রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র রায়, কালের কণ্ঠ শুভসংঘের ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা আনোয়ার সাদাত মন্ডল, সভাপতি স্বপন ইসলাম ও চিরিরবন্দর উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –