• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২০  

দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঘুঘুরাতলী মোড়ে দি হাঙ্গার প্রজেক্টের চিরিরবন্দর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে বাজার বাড়ি নামক হোটেলে আলোচনা সভা হয়। সভায় অ্যাম্বাসেডর অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, অ্যাম্বাসেডর নুর আলম সরকার দুলু, মহিলা অ্যাম্বাসেডর আয়েশা খাতুন, সমন্বয়কারি ও এফ এম মোরশেদ উল আলম প্রমুখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে পিএফজির সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –