• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে আত্রাই নদীতে ড্রেজিং শুরু

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের খানসামায় আত্রাই (করতোয়া) নদীতে সাড়ে সাত কিলোমিটার নদীর ড্রেজিং কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দিনাজপুর-৪ আসনের এমপি আবুল হাসান মাহমুদ আলী করতোয়া নদীর ড্রেসিং কার্যক্রমের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে খানসামা উপজেলার আত্রাই নদী সংলগ্ন নরবলী বাজারে এ ড্রেজিং কাজের উদ্বোধন করা হয়। 

জানা গেছে, ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী-খাল,জলাশয় পুনঃখনন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এ ড্রেজিং কাজ করা হবে।

পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় সার্কেলের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান ও ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফা শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্যরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –