• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দিনাজপুরে আব্দুল জলিল (৬৯) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সিনিয়র ডেপুটি কমান্ডার সাইদুর রহমান। তিনি বলেন- মৃত আব্দুল জলিল সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন।  

তিনি আরো বলেন- গত ১৩ আগস্ট মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের করোনা শনাক্ত হয়েছিল। এরপর তাকে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাবেক সাংসদ এবং বর্তমানে কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

অত্যন্ত সাহসী, বিনয়ী ও উদ্যেমী সংঠন প্রিয় মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল জলিল দিনাজপুরের সংকটময় মুহুর্তে অনেক কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –