• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৬

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন আরও ২ জনের মৃত্যু হয়েছে এ সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৩৯৩।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। 

তিনি জানান, দিনাজপুরে গেলো ২৪ ঘণ্টায় ৫৩১টি নমুনা পরীক্ষা করে ৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩২ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া বিরলে ১১, বিরামপুরে ২, বীরগঞ্জে ৯, চিরিরবন্দর ৩, ফুলবাড়ি ৩, খানসামা ৮, নবাবগঞ্জ ১, পার্বতীপুরে ২৭ জন আক্রান্ত হয়েছে।

এ সময় ভাইরাসটিতে মারা গেছেন আরও ২ জন। সদর উপজেলায় একজন ও চিরিরবন্দর উপজেলায় একজন করে মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ০৭।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, দিনাজপুর জেলায় বর্তমানে মজুতকৃত অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১২৮৫টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা ২৮টি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –