• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে করোনায় নতুন আক্রান্ত ২

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২ জন ব্যাক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭০৫ জনে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।

তিনি বলেন- আক্রান্তদের মধ্যে দিনাজপুরের চিচিরবন্দরে ২ জন রয়েছেন। বর্তমানে নবাবগঞ্জ, হাকিমপুর, বোচাগঞ্জ, ফুলবাড়ী, ঘোরাঘাট, বিরামপুর ও খানসামাতে কোনো করোনায় আক্রান্ত রোগী নেই।

তিনি আরো বলেন- জেলায় করোনায় মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ১০০ জনের এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৪ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১০ জন, হাসপাতালে ভর্তি আছেন ৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪২ জন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –