• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে করোনায় প্রাণ গেল আরও ৩ জনের, শনাক্ত ৬৫

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

সীমান্তবর্তী জেলা দিনাজপুরে দিন দিন করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫০ জন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে মারা গেছেন তিনজন এবং সুস্থ হয়েছেন ৩১ জন। 

২৪ ঘণ্টায় দিনাজপুর সদর উপজেলায় ৫৫ জন, বোচাগঞ্জে একজন, চিরিরবন্দরে দুইজন, ফুলবাড়িতে দুইজন, হাকিমপুরে একজন, নবাবগঞ্জে একজন এবং বিরলে তিনজন আক্রান্ত হয়েছেন। এ সময় চিরিরবন্দর, হাকিমপুর এবং ফুলবাড়ি উপজেলায় একজন করে মারা গেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –