• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১১

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

গেল ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনাভাইরাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৬ জনে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১১ জন। ফলে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৪৮ জন।

বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৫৭ শতাংশ। এ সময়ে নতুন আরও ১০৮ জনসহ এ পর্যন্ত ৬৭৪২ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। এ কারণে সরকার কঠোর বিধিনিষেধ ঘোষণা করছে। চলমান বিধিনিষেধের সপ্তম দিন আজ। এই বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –