• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বডার গার্ড ব্যাটলিয়নে টহল দল কষ্টি পাথর সদৃশ্য একটি মূর্তি উদ্ধার করেছে। গতকাল শুক্রবার ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইতলী বিওপি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে পার্বতীপুর উপজেলার বড়দল গ্রামের নীদিপুকুর ডাংগা হিন্দুপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই কষ্টি পাথর সদৃশ্য মূর্তিটি উদ্ধার করা হয়।

ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্যাহ আবেদ বিষটি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে একটি টহল দল জলপাইতলী বিওপি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে বড়দল হিন্দুপাড়া থেকে কষ্টি পাথর সদৃশ্য মূর্তি উদ্ধার করে। মালিকবিহীন ছয় দশমিক চার কেজি ওজনের কষ্টি পাথরটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৮ ইঞ্চি।

তিনি বলেন, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কষ্টি পাথর হলে আনুমানিক সিজার মূল্য ছয় লাখ ৪০ হাজার টাকা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –