• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে কৃষককে হত্যা: পরিবারকে পুড়িয়ে মারার হুমকি!

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

দিনাজপুরের পার্বতীপুরে হেলাল(৪৫) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তিকে গলা কেটে হত্যার পর সড়কের পাশে বনে ফেলে রাখে দুর্বৃত্ত। নিহত হেলাল এরশাদ নগর গ্রামের মৃত সাহান সরদারের পুত্র। পুলিশ আজ সকাল ১১টার দিকে নিহতের লাশ উত্তোলন করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একই গ্রামের সন্দেহভাজন আব্দুল কাদের ও আবু কালাম নামের দুই ভাইকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী রবিয়া খাতুন(৪২) ও পুত্রবধু শাহানাজ পারভিন(২৫) জানায়, হেলাল রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে তার সঙ্গে শেষ কথা হয় তাদের। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পাতা ঝাড়ু দিতে গিয়ে তার লাশ দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

পরিবারের সদস্যরা দাবি করেন, তাদেরকে গ্রামের কয়েকজন যুবক হুমকি দিয়ে বলেছে, তাদের নামে থানায় কোনো অভিযোগ দেওয়া হলে বাড়িতে আগুন লাগিয়ে গোটা পরিবারকে পুড়িয়ে মারা হবে। 

থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সন্দেহভাজন ও হুমকিদাতাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হতে পারে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –