• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

ক’দিন আগ থেকে শুরু হয়েছে শীতকাল। দিনের পর দিন তাপমাত্রা কমলেও এক অংকে নামেনি রেকর্ড।

বুধবার (২৯ ডিসেম্বর) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার থেকে সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করবে। সেক্ষেত্রে দিনাজপুর থাকবে এগিয়ে।

তিনি আরও জানান, ভোর রাতে দিনাজপুরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকায় জেলার কথাও সূর্যের মুখ দেখা যায়নি। হিমেল হাওয়ায় মানুষ কনকনে শীত অনুভব করেছে।

তোফাজ্জল হোসেন আরও জানান, বুধবার দিনাজপুরে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দিনাজপুর, সৈয়দপুরসহ আরও দু-এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১.০ মিলিমিটার। দিন ও রাতের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে।

এদিকে ভোরে বৃষ্টিতে হিমেল হাওয়ায় দিনাজপুরে শীত অনুভূত হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষ খড়কুটা, গাছের পাতা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিল কম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –