• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী-শাশুড়ি আটক

প্রকাশিত: ২৯ মে ২০২১  

দিনাজপুরের হাকিমপুরে ননদের স্বর্ণের চেইনকে কেন্দ্র করে সাথী বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় উপজেলার জাংগই গ্রামে এ ঘটনা ঘটে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সাথী বেগমের মরদেহ উদ্ধার কর হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাথীর স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ি রাশেদা বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমএম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাথির পরিবারের দাবি, ননদের স্বর্ণের চেইন চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে সাথী বেগমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লোকজনের কাছে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। 

নিহতের স্বামী আরিফুল ইসলামের পরিবার থেকে দাবি করা হয় সাথী অভিমান করে আত্মহত্যা করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই নিহারঞ্জন জানান, প্রাথমিক তদন্তে সাথীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সাথী বেগম হাকিমপুর উপজেলার মুশিদপুর নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –