• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

দিনাজপুরের হাকিমপুরে ছোটভাইয়ের কাঠের আঘাতে বড়ভাই মুক্তার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মুক্তার হোসেন হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। 

খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান জানান, বড়ভাই মুক্তার হোসেন ছোটভাই রুহুল আমীনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে মারধরের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রুহুল আমীনের নামে নোটিশ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে রুহুল আমীন বড়ভাই মুক্তার হোসেনের মাথায় কাঠ দিয়ে আঘাত করলেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এক শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছোটভাই রুহুল আমীন কাঠ দিয়ে মুক্তারের মাথায় আঘাত করে। এসময় গুরুতর আহত হয় সে। পরে এলাকাবাসী মুক্তার হোসেনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –