• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে জেলা প্রশাসকের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

ফেসবুকে দিনাজপুর জেলা প্রশাসকের নামে সম্মানহানিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রেসক্লাবের সামনে চিরিরবন্দর উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরাম এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা মূলত এক নারীকে দিয়ে জোরপূর্বক করানো হয়েছে। এটির কোনও সত্যতা নেই। ওই নারীও পরে ভিডিওটি জোরপূর্বক করানো হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।

ভিডিও ভাইরালের ঘটনার সঙ্গে জড়িত ও  বিতর্কিত  ওই স্কুল শিক্ষিকার  বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন থেকে দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ফেসবুকে দিনাজপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি তদন্ত করা হয়েছে এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –