• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে ডলার প্রতারক চক্রের মূল হোতা আটক

প্রকাশিত: ২৩ জুন ২০২০  

দিনাজপুরের খানসামায় ডলার প্রতারক চক্রের মূল হোতা শেফাউল ইসলাম ও তার সহযোগী জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে ডলার প্রতারক আঙ্গারপাড়া গ্রামের শেফাউল ইসলাম এবং তার সহযোগী জোয়ার কালির বাজার এলাকার জাহাঙ্গীর আলমকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

খানসামা থানা ওসি শেখ কামাল হোসেন জানান, ডলার ব্যবসায়ী শেফাউল ইসলাম হচ্ছেন এই চক্রের মূল হোতা। সহযোগী জাহাঙ্গীর আলমসহ একটি চক্র অনেকদিন ধরেই ডলার ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন মানুষকে ডলারের প্রলোভন দেখিয়ে ডলার দেয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডলার চক্রের দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।  যেকোনো অপরাধ ও সন্ত্রাস দমনে থানা পুলিশ সর্বদা সজাগ আছে।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –