• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

 
দিনাজপুরে মধ্যরাতে একটি গরুর খামারে অস্ত্র দেখিয়ে ১৪টি গরু ডাকাতির ঘটনায় ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- ফরিদুল ইসলাম অরফে অড়িয়া ফরিদ(৩৫) দিনাজপুর সদরের দক্ষিন রামনগর মোলানপুকরের শরিফুল ইসলাম ওরফে বাংরুর ছেলে, সুমন দাস ওরফে বয়স্ক(২৬) দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণুপুর জেলেপাড়ার ভদ্র দাসের ছেলে, মোঃ সবুজ ইসলাম (২৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ফুটকীবাড়ীর মৃত আব্দুল মজিদের ছেলে, শো. শাহআলম (৪০) দিনাজপুরের বোচাগঞ্জের ওসমানপুরের (মুন্সিপাড়া) মৃত আব্দুল হামিদের ছেলে, মামুন(৩০) ড্রাইভার। 

তারা সকলে আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।
 
এর আগে গত ১৮ মার্চ মধ্যরাতে দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে অস্ত্র দেখিয়ে ডেইরি ফার্মের কর্মীদের হাত পা বেধে ডাকাতির ঘটনায় অভিযোগে পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযানে নামে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন, কোতয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম, ওসি তদন্ত গোলাম মাওলা শাহসহ পুলিশের একটি ইউনিট। 

এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় ঝটিকা অভিযানে দুটিধাপে বিভিন্ন জেলা থেকে মোট ৮ জন ডাকাত গ্রেফতার হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –