• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে তীব্র দাবদাহ থেকে বাঁচতে খোলা মাঠে নামাজ আদায়

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩  

 
চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এর ধারাবাহিকতায় দিনাজপুরে তাপমাত্রা বৃদ্ধি ও অনাবৃষ্টির কারণে জনজীবন ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। চলমান এ দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য দিনাজপুরে বিশেষ নামাজ (ইসতিসেক্কা সালাত) ও বিশেষ নামাজ মোনাজাত করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় দিনাজপুর রামনগর ফুটবল খেলার মাঠে (সালাতুল ইসতিসেক্কা) বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করা হয়। এ সময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন দিনাজপুর বিরল উপজেলার শঙ্করপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মোয়াখির।

রামনগর যুব সমাজের আয়োজনে এই সালাতুল ইসতিসেক্কা ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। নির্ধারিত সময়ের আগ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এই সালাতুল ইসতিসেক্কা আদায়ের জন্য জমা হতে থাকেন রামনগর মাঠে। দুই রাকাত নফল নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে গত সপ্তাহ থেকে ৩৯ থেকে প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। তাপদাহে অতিষ্ঠ দিনাজপুরসহ আশেপাশের এলাকার মানুষ। এই তাপদাহ থেকে মুক্তি পেতে আর আবাদি ফসল বাঁচাতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –