• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে নারী মাদক কারবারি আটক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২  

দিনাজপুরে নারী মাদক কারবারি আটক                            
রোকেয়া বেগম নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলা থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা।

আটককৃত নারী রোকেয়া বেগম (৩০) হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বেতদিঘী ইউনিয়নের নথন জামাদানি এলাকার মাসুদ রানা এর স্ত্রী। 

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার নিতাইশা পুশকনি এলাকার ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয়ের উত্তর পার্শ্বে বিরামপুর হতে ঘোড়াঘাটগামী অটোভ্যানে বসে থাকা অবস্থায় স্কুল ব্যাগ তল্লাশি চালিয়ে এক হাজার বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগম নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –