• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর দুই শিশু উদ্ধার

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০  

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) ভোর রাত ৩টায় পার্শ্ববর্তী থানা নবাবগঞ্জের চড়ারহাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুরা হলো- হিলির নওপাড়া গ্রামের মাহা আলমের মেয়ে মরিয়ম আক্তার (৯) ও তার খালা রংপুর জেলার পীরগঞ্জ থানার প্রজাপাড়া গ্রামের মৃত জহুরুল হকের মেয়ে জুথি আক্তার (১৪)।
 
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল বৃহস্পতিবার হিলির নওপাড়া গ্রামে বেলা ১১টার সময় মরিয়ম ও তার খালা দোকানের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসলে তাদের বাবা-মা এলাকা সহ আত্বীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করেন। তাদের সন্ধান না পাওয়ার পর রাতে থানায় এসে আমাদের অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে এবং নিখোঁজ মেয়েদের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানার সহযোগীতায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে রাত ৩টায় তাদের উদ্ধার করি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত দুইজন শিশুকে তাদের অবিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –