• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২  

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। সোমবার ভোরের দিকে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে হেলপার নুর আমিন নামে একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে সোমবার দুপুরে চিরিরবন্দর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরের হাজির মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

নিহত সানোয়ার হোসেন চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের একরামুলের ছেলে নায়ক তারা (২৫) এবং অমরপুর ইউনিয়নের রাজাপুর বুড়ির হাট এলাকার সুব্রত কুমার রায়ের ছেলে খোকন রায় (১৬)। তারা দিনাজপুরের এম.আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সানোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিলেন। এসময় হাজির মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে সানোয়ার হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –