• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১  

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর জামায়াত নেতা মাওলানা জহুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত জহুরুল হক ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামের ফজল হকের ছেলে। তিনি গাইবান্ধা জেলা জামায়াতের সহ-সম্পাদক ছিলেন। বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জহুরুল হকের বিরুদ্ধে ঢাকা, বগুড়া, জয়পুরহাট, চট্টগ্রাম ও দিনাজপুরে ৯টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় তাকে এক বছর এবং আরেকটি মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এসব মামলার বেশিরভাগই অর্থ লেনদেন ও জালিয়াতি সংক্রান্ত।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, গ্রেফতারকৃত আসামি পাঁচ বছর পলাতক ছিলেন। এর আগে অনেকবার তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। অবশেষে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাইবান্ধা থেকে আসামি জহুরুল হককে গ্রেফতার করা সম্ভব হলো। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –