• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ২৪৪৭ শিক্ষার্থী

প্রকাশিত: ১ মে ২০২৩  

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথমদিনে ২ হাজার ৪৪৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

রোববার (৩০ এপ্রিল) বাংলা প্রথমপত্র পরীক্ষায় দিনাজপুরে ১ লাখ ৭৬ হাজার ১৪২ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৯৫ জন।

দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দিনাজপুর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা পরীক্ষায় রংপুরের ৩১৩, গাইবান্ধার ৩১৪, নীলফামারীর ২১৮, কুড়িগ্রামের ২৭৭, লালমনিরহাটের ১৮৩, দিনাজপুরের ৩৯৮, ঠাকুরগাঁওয়ের ৩৮২ ও পঞ্চগড়ের ১৬৩ শিক্ষার্থী অংশ নেয়নি। গড় অনুপস্থিতি ১ দশমিক ২৮ শতাংশ। আনুপাতিক হারে সবচেয়ে বেশি অনুপস্থিতি ঠাকুরগাঁও জেলায় ২ দশমিক ২০ শতাংশ।

এবার দিনাজপুর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলায় ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আজ কোনো শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা নেই।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –