• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে বাক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে এক বাক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- একই এলাকার ফারুক হোসেন ও কামাল হোসেন।

নিহত আঞ্জু আরা ওই উপজেলার আলোকঝাড়ী ইউপির গোবিন্দপুরের আব্দুর রহমানের মেয়ে। বুধবার দুপুরে খানসামা ডিগ্রি কলেজের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই আঞ্জু আরা নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে কলেজের পেছনের ভুট্টা ক্ষেতে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাকে হত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –