• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে বিষমুক্ত শাকসবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন

প্রকাশিত: ৫ মে ২০২০  

বিষমুক্ত শাকসবজি চাষ করে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলেন দিনাজপুরের খানসামা উপজেলার শুশুলী গ্রামের কৃষকরা। গত শীত থেকেই রাসায়নিক ও কীটনাশক ছাড়া সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে সবজি চাষ করছেন তারা।

কৃষকরা জানান, এসব সবজির দাম অন্য সবজির চেয়ে কিছুটা বেশি। তবে সামর্থ্যের বাইরে নয়। শতাধিক কৃষকের আন্তরিক এ প্রচেষ্টায় শুশুলী এখন ‘নিরাপদ সবজির গ্রাম’ হিসেবে পরিচিত। এ গ্রামের ১২০ জন কৃষক তাদের জমিতে চাষ করেছেন বিষমুক্ত করলা, বেগুন, শসা, চালকুমড়া, পটল।

সরেজমিন দেখা গেছে, গ্রামজুড়ে শুধু সবজির সবুজ ক্ষেত। পতিত জমি পুকুরপাড়, ঘরের চালসহ যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নিরাপদ উপায়ে সবজি চাষ করেছেন গ্রামবাসী।

কৃষকরা জানান, কৃষি বিভাগের উদ্যোগ, পরামর্শ ও সহযোগিতায় শুশুলী, ফরিদাবাদ, বাসুলী গ্রামের ৩৫ একর জমিতে চাষ হচ্ছে বিষমুক্ত সবজি। এসব জমিতে ব্যবহার করা হচ্ছে সেক্সফেরোমন ফাঁদ, জৈব সার ও ভার্মি কম্পোস্ট সার। এতে সবজি হয় নিরাপদ ও পুষ্টিগুণ সম্পন্ন।

কৃষক ধরনী রায় বলেন, বাজারে বিষমুক্ত সবজির চাহিদা বেশি। এ কারণে দামও কিছুটা বেশি। এতে অল্প খরচে বেশি আয় করা সম্ভব।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, প্রতিটি উপজেলায় নিরাপদ সবজি গ্রাম করার বিভাগীয় নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বাসুলী, শুশুলী ও ফরিদাবাদের কৃষকদের সংগঠিত করে জৈবিক পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সুফল পেয়ে কৃষকরাও আগ্রহী হচ্ছেন। কর্মসূচির সফল বাস্তবায়নে উপজেলা পরিষদ সহযোগিতা করেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –