• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে জরিমানা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের বিরামপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি, প্রতিটি দোকানে দ্রব্যের মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়।

বিরামপুরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৯০ থেকে ৯৫ টাকা ও দেশী পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। যা আজ থেকে ৫ দিন আগে ভারতীয় পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা ও দেশি ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, পেঁয়াজের আড়তে কৃত্রিম সংকট তৈরি করে বেশিদামে পেঁয়াজ বিক্রয়ের অভিযোগে বিরামপুর নতুনবাজারে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, উপজেলায় পেঁয়াজের বাজারমূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –