• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে বেশি ভাড়া আদায়, ৩ বাস কাউন্টার ম্যানেজারকে জরিমানা

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২  

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টার ম্যানেজারকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৭ জুলাই) দুপুর ২টায় অভিযান চালিয়ে এ আদেশ দেন দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযানে শ্যামলী এনআর পরিবহনের কাউন্টারে পাঁচ হাজার টাকা, রাহবার পরিবহনের কাউন্টারে তিন হাজার টাকা ও মা এন্টারপ্রাইজ কাউন্টারে তিন হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে মমতাজ বেগম বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –