• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা            
“লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার”-এই শ্লোগানকে সামনে রেখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সফলভাবে বাস্তবায়নে দিনাজপুরের সাংবাদিকদের সঙ্গে ভোক্তা অধিকার বিষযক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সফল বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহাকারী পরিচালক মমতাজ বেগম রুনি। 

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু,  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –