• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দিনাজপুরে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

দিনাজপুরে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার সকাল ৮ টায় দিনাজপুর র‌্যাব-১৩ অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাদক ব্যবসায়ী নূর নবী দিনাজপুরের চিরিরবন্দরের মাহাদানী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং আহম্মদ আলী একাইয়ের জগদিশপুর গ্রামের আমির আলীর ছেলে।

দিনাজপুর র‌্যাব-১৩ অধিনায়ক সৈয়দ ইমরান হোসেন জানান, দিনাজপুর র‌্যাব-১৩ এর টহল দল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের চিরিরবন্দরের ৭নম্বর উথরাইল ইউপির নুনাইচ গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১২৪টি ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। 

তিনি আরো জানান, তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –