• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় বৃহত্তর দিনাজপুর অ্যাসোসিয়েশন ইউকে এই আয়োজন করে।

অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পার্বতীপুর, বিরামপুরসহ পঞ্চগড়ে মোট ১২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কর্মসূচি শুরুর আগে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শীতবস্ত্র উপহার বিতরণকালে অ্যাসোসিয়েশনের সভাপতি দানেশ আহমেদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন রাজু, উপদেষ্টা ওয়াসিউল ইসলাম ও খালেদুল ইসলাম চৌধুরীসহ আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেবুব হাসান চৌধুরী (লিটন), সমাজসেবক আশরাফুল আলম চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী, ফিরোজ প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –