• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে সিআইজি সমিতির মাঝে জাল বিতরণ

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

বিরলে ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অঙ্গ এর আওতায় সিআইজি সমিতির মাঝে জাল বিতরণ করা সহয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে জাল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাঃ সাইনার আলম সিআইজি সমিতি সমূহের মাঝে জাল বিতরণ করেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রানি রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা ড. এস এম রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, যুবলীগের সভাপতি আবদুল মালেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অনুকূল মহন্ত। অনুষ্ঠানে ২২০ মিটার দৈর্ঘ্য ও ২০০ মিটার প্রস্থের ২৪ টি জাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪ টি সমিতির প্রত্যেকটির মাঝে ১ টি করে বিতরণ করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –