• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০  

দিনাজপুরে স্ত্রীকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামী দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-৩ এর বিচারক মেহেদী হাসান মণ্ডল এই রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন জেলার পার্বতীপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। 

জানা যায়, ২০০৫ সালে পার্বতীপুরের উত্তর সালন্দর কাগজিয়া পাড়ার আকবর আলীর মেয়ে রাবেয়া বেগমের সঙ্গে বিয়ে হয় দেলোয়ার হোসেনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে স্ত্রীকে নির্যাতন করে আসছিল দেলোয়ার। 

২০১২ সালের ২৮ ডিসেম্বর দুপুরে পারিবারিক কলহের জের ধরে দেলোয়ার তার স্ত্রী রাবেয়াকে লোহার শবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী রাবেয়া মারা যান। এ সময় এলাকাবাসী দোলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওইদিনই রাবেয়ার ভাই আবু তাহের বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের দিনই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দেলোয়ার হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। 

দীর্ঘ ৮ বছর পর মামলার স্বাক্ষ্য-প্রমাণসহ বিভিন্ন কার্যক্রম শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করে আদালত। 

মামলাটির রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট আতাউর রহমান আতা এবং আসামিপক্ষে ছিলেন (স্টেট ডিফেন্স) অ্যাডভোকেট খলিলুর রহমান। দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন বলেন, আদালতের রায় শুনার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –