• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ সাইদুর রহমান নামে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) নিহত হয়েছেন।

নিহত সাইদুর রহমান (৫৫) কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের মোঃ আমিনুল ইসলামের ছেলে এবং জেলার পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।

বুধবার সকাল ৭টায় দিনাজপুর-পঞ্চগড় সড়কের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ষোল মাইল আনাম জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বীরগঞ্জ উপজেলা সদরে বসবাস করেন। বুধবার সকালে মোটরসাইকেল যোগে বীরগঞ্জ হতে কর্মস্থল পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ষোল মাইল আনাম জুট মিলের সামনে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দশমাইল হাইওয়ে পুলিশের ওসি এএমএম মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –