• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদুল (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়া জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বাবু হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলার নবাবগঞ্জ উপজেলার কটকটিয়াগ্রামের আব্দুল হামিদের ছেলে।

আজ শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি এলাকার অদূরে জোয়াল কামড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে মতিয়ার রহমান বলেন, শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট রেলগুমটির অদূরে রাস্তার পাশে ঢাকা মেট্রো-ট-১৫৩৯১০ ট্রাকের চাকা নষ্ট হওয়ায় দাঁড়িয়েছিল। এসময়  পেছন থেকে অপর একটি ট্রাক এসে ধাক্কা দিলে পেছনের ট্রাকে থাকা আব্দুল হামিদুলের কোমরের ভেতর একটি রড ঢুকে সেখানেই প্রাণ হারান তিনি। একই ট্রাকে থাকা বাবু নামের একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে  কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, 'দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে জোয়াল কামড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটিও থানার হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –