• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

দিনাজপুরে ইটভাটায় কাজ করতে যাবার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিবলার হাসদা(৫০) নামের এক আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকের চালক-হেলপারসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে থানা পুলিশ। নিহত শিবলাল হাসদা ওই এলাকার খয়েরগুনি কাঠাল পাড়া সুবল হাসদার ছেলে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ভাদুরিয়া সড়কের দুমাইল নামক স্থানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অশোক কুমার চৌহান।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিবলাল হাসদা নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় ট্রাকচালক মো. মোকলেস রহমান ও ট্রাকের হেলপার মোস্তাফিজারকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালামবলেন, ‘শুক্রবার সকালে ভাদুরিয়া থেকে নবাবগঞ্জে একটি খালি ট্রাক আসছিল। পথে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের পূর্ব পাশে দুমাইল নামক স্থানে পাকা রাস্তার ওপর হঠাৎ করে শিবলাল হাসদা ট্রাকের সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে লাশ, ট্রাকের চালক হেলপারসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –