• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় চলন্ত অটোরিকশাযাত্রী মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (১৮ জুলাই) সকাল ৭টায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দিনাজপুরগামী একটি ট্রাক বিরামপুর থেকে দলার দরগাহ যাওয়ার পথে উপজেলার চড়ারহাট এলাকায় তেলের পাম্পের সামনে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –