• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমি ও ভারতীয় ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে আজ মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। 

বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমি ও ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক আগরওয়াল মৃত্যুতে তার স্মরণে ভারতীয় ব্যবসায়ীরা আজ মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। 

বিষয়টি এক পত্রের মাধ্যমে আমাদের সংগঠনকে জানানো হয়। ফলে আজ সকাল থেকে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –