• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দিনাজপুরে ৩ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

দিনাজপুরে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার প্রধান ৩টি নদী বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বৃষ্টি অব্যাহত ও নদীর পানি বৃদ্ধি হলে একদিনের মধ্যেই জেলার প্রধান নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 

সোমবার দুপুরে শহরের হঠাৎপাড়া, নতুনপাড়া, জামাইপাড়া, দপ্তারীপাড়া, বাঙ্গিবেচা ঘাটের কিছু এলাকাসহ বেশকিছু নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছে। 

দিনাজপুর শহরের নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুনর্ভবা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পুনর্ভবা নদীর পাশেই অবস্থিত মাঝাডাঙ্গা, নতুনপাড়া গ্রামসহ আশেপাশের গ্রামগুলোর নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলের খেত। এছাড়াও দিনাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগাম তৈরি করা আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩১ দশমিক ২১০ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫০ মিটারের বিপদসীমার বিপরীতে বর্তমানে ৩৯ দশমিক ২২০মিটার ও ইছামতি নদীর ২৯ দশমিক ৯৫০ বিপদসীমার বিপরীতে ২৮ দশমিক ৫১০ মিটারে অবস্থান করছে। এছাড়াও জেলার অন্যান্য সব ছোট নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের পানি সার্ভেয়ার মো. মাহাবুব আলম জানান, জেলার প্রধান তিনটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বাড়াতে থাকলে একদিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –