• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে ৩৩০০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তিন হাজার ৩০০টি ইয়াবাসহ ৩জন তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছেন সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। গত রবিবার বিকালে উপজেলার ফুলবাড়ী পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সরদার পাড়ার আপেল সরকার, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার পুর্ব গৌড়িপাড়ার মোস্তাহারুল হাসান ওরুফে রিপন ও নবাবগঞ্জ থানার শালঘরিয়া গ্রামের সুলতান মাহমুদ। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে মোবাইল ও সিম জব্দ করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –