• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসীর বাড়ি দখলের অভিযোগ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষরা এক আদিবাসীর বাড়ি দখল করে নিয়েছে। এ ঘটনায় আদিবাসী অনন্ত হেমরম থানায় অভিযোগ করেছে।

ঘটনাটি  শনিবার (২৬ অক্টোবর) ঘোড়াঘাট থানার এএসআই হাশেম আলী তদন্ত করেছেন।  থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট পৌরসভার শ্যামপুর এলাকার এস,এ রেকর্ডিয় বাড়ীর মালিক শ্রী সম হেমরম সে শ্যামপুর মৌজায় ৫০ দাগে ১৭ শতক জমির উপর ঘর নির্মাণ করে দীর্ঘ দিন থেকে বসবাস করে আসছে। চলমান রেকর্ডও সম হেমরমের নামে সম্পন্ন হয়েছে। এ বাড়ীতে সম হেমরমের মামী মুনি সরেন গত চার বছর ধরে বসবাস করা অবস্থায় গত সেপ্টেম্বর মাসে মারা যায়। তার একমাত্র মেয়ে স্বামীর বাড়ীতে থাকায় বাড়ীটি ফাঁকা হয়। এ সুযোগে একই গ্রামের আবু বক্কর ওরফে বাক্কা ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে গত ২২ অক্টোবর বিকেল ৪টার দিকে বাড়ী সহ বাড়ির পার্শ্বের জমি দখল করে নেয়। এ সময় অভিযোগের বাদী এস,এ রেকর্ডীয় মালিকের ছেলে অনন্ত হেমরম বাঁধা দিতে গেলে খুন জখমের ভয় ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। বাদী অনন্ত হেমরম গ্রামের অপর পার্শ্বে বাড়ী ঘর করে বসবাস করে। এ কারণে প্রতিপক্ষ সুযোগটি গ্রহণ করে। আদিবাসী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বাদী জানিয়েছেন।

অপর দিকে প্রতিপক্ষ আবু বক্কর ওরফে বাক্কারের সাথে কথা হলে বিরোধীয় জমিটি তার দাবী করে বলেন, অভিযোকরী আদিবাসী পরিবারকে বসবাস করে থাকার জন্য বাড়ী নির্মাণ করে দেয়া হয়েছে । জমিটি তারা মুল মালিকের কাছ থেকে ক্রয় করেছেন। তবে তা রেজিষ্ট্রি হয়নি। গ্রাম্য লেখাপড়ার মধ্যেই রয়েছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আদিবাসীর জমি বা বাড়ী কেউ জবর দখল করলে তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা আমরা দ্রুত নিচ্ছি। যেহেতু থানায় এ সংক্রান্ত অভিযোগ হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র আমরা যাচাই করে দেখব।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –