• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরের বিরামপুরে গণটিকায় এগিয়ে নারীরা

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১  

দিনাজপুরের বিরামপুর পৌরশহরে গতকাল প্রথমদিনে গণটিকা গ্রহণে এগিয়ে আছে নারীরা। সকাল থেকে প্রতিটি গণটিকা কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী ভোট কেন্দ্রের মতো দীর্ঘ লাইন ধরে তারা টিকাগ্রহণ করেন।

বিরামপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, শহরে ৯টি ওয়ার্ডে নয়টি কেন্দ্রে সকাল থেকে শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলে টিকাদান কর্মসূচি। এ সময় ১ হাজার ৩০০ জনকে টিকার আওতায় আনা হয়। তাদের মধ্যে ৬৯১ জন নারী এবং ৬৫৯ জন পুরুষ। প্রতিটি ওয়ার্ডে ১৫০ জনকে টিকা প্রদান করা হয়।

সন্ধ্যায় বিরামপুর পৌর মেয়র আককাস আলী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গণটিকা কর্মসূচিতে প্রথমদিন পৌরসভার নাগরিকদের জন্য ১৩৫০টি টিকা বরাদ্দ হয়। এতে ৬৯১ জন নারী এবং ৬৫৯ জন পুরুষ টিকা গ্রহণ করেন। বিশ্লেষণে পুরুষের চেয়ে নারীগণ এগিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, উপজেলায় ৭টি ইউনিয়ন একটি পৌর সভায় ৪ হাজার ১৫০ জনকে টিকা প্রদান করা হয়। এতে প্রতিটি ইউনিয়নে ৪০০ করে ২৮০০ এবং পৌর সভায় ১৩৫০ জনকে টিকা প্রদান করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –