• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরের সিভিল সার্জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০  

অবশেষে করোনাযোদ্ধা দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজে বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার এবং স্ত্রীর কোভিড -১৯ পজিটিভ এসেছে।

মহামারি কোভিড-১৯ উদ্ভূত করোনা পরিস্থিতিতে তিনি গত ১০ মাস দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। ভয়কে জয় করে দিনাজপুরবাসীর কল্যাণে চষে বেরিয়েছেন দিনাজপুর জেলার এক উপজেলা হতে আরেক উপজেলা। সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস কোভিড-১৯ এর মৃদু উপসর্গে আক্রান্ত। তিনি বর্তমানে স্বস্ত্রীক হোম আইসোলেশনে রয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জনের ফেসবুক আইডিতে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ হতে তার আশু সুস্থতা কামনা করা হয়েছে। কোভিডযোদ্ধা সিভিল সার্জন যেন দ্রুত সুস্থ হয়ে দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগের হাল পুনরায় ধরতে পারেন এই প্রত্যাশায় করেছেন সংশ্লিষ্টরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –