• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

‘দুই বছরের মধ্যে সব রাস্তা পাকাকরণ হবে’

প্রকাশিত: ২৪ মে ২০২১  

দিনাজপুর বিরামপুর উপজেলায় আগামী দুই বছরের মধ্যে সব রাস্তা পাকাকরণ হবে। গ্রামের কোনো মানুষকে কাদায় হাঁটতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

রবিবার বিকেলে উপজেলার সাড়ে তিন কিলোমিটার পাকারাস্তার উদ্বোধনকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক একথা বলেন।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩৮৯ কিলোমিটার রাস্তায় রয়েছে। এর মধ্যে ২৪৯ কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে। এবার উপজেলায় নতুন করে আরো ৫৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ হবে।

রবিবার কাটলা ইউনিয়নের ধান হাটি থেকে পাটন চড়া হাট পর্যন্ত তিন কিলোমিটার এবং দিওড় ইউনিয়নের ব্যাপারিটোলায় ৬০০ মিটার রাস্তার উদ্বোধন করা হয়। রাস্তাগুলোর নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন কোটি ১৫ লাখ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল হক, থানার ওসি মনিরুজ্জামান মনির, কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. অরুণ কুমার, সাধারণ সম্পাদক ইউনুস আলী প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –