• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দেশকে এগিয়ে নিতে বিরোধীদের নির্মূল করতে হবে: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২  

দেশকে এগিয়ে নিতে বিরোধীদের নির্মূল করতে হবে: নৌপ্রতিমন্ত্রী               
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সার্বিক মুক্তি ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে দেশ বিরোধীদের নির্মূল করতে হবে।

গতকাল শুক্রবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আয়োজিত মহান বিজয় দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। বিজয়ের ৫১ বছরে এসেও স্বাধীনতাবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ।

এর আগে সকাল ৯টায় বেরোবি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –