• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দেশে গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে: ড. হাছান মাহমুদ

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে।

বুধবার মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদফতর সংকলিত ‘অনশ্বর বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

কিছু সংস্থা বিবৃতি বিক্রি করছে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থা সময়ে সময়ে নানা দেশের গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে নানা বিবৃতি, প্রতিবেদন দেয়। সেগুলো বাস্তবতার সঙ্গে মেলে না। কিছু কিছু সংস্থা বিশেষ মহলের প্ররোচনায় বিবৃতিগুলো বিক্রি করে বলেই সেগুলো ত্রুটিপূর্ণ হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন। তাই বাঙালি জাতি সত্তার পরিচয় জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –