• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস                      
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অফিস বুলেটিন বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ফরিদুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা,  যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগে ওপর দিয়ে মৃদু শৈত্য বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় থেকে প্রশমিত হতে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বুলেটিন বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিপর্তিত থাককে পারে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –